Ridge Bangla

প্লেয়ার অব দ্য ম্যাচে মেসির হ্যাটট্রিক, ম্যাচ সেরা মেসি

ইন্টার মায়ামির হয়ে যেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার লিওনেল মেসির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে ফের জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে নিজের দাপট দেখালেন এই আর্জেন্টাইন তারকা। মন্ট্রিয়েলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হলেন তিনি।

৩৮ বছর বয়সেও মেসির পায়ের জাদু একটুও ম্লান হয়নি। ম্যাচে তিনি করেছেন দুটি অসাধারণ গোল—প্রতিপক্ষের রক্ষণভাগকে ড্রিবল দিয়ে পরাস্ত করে নিখুঁত বাঁ পায়ের ফিনিশিংয়ে মন্ট্রিয়েলকে বিধ্বস্ত করেন। গোলগুলো এমন, যা দেখে বয়স যেন শুধুই একটি সংখ্যা বলে মনে হয়েছে দর্শকদের।

এই পারফরম্যান্সের সুবাদে ইন্টার মায়ামির জার্সিতে মেসির ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৯-এ। এমএলএসে ১৯৯৬ সাল থেকে এই পুরস্কার চালু হওয়ার পর মাত্র ১১ জন খেলোয়াড় এমন কীর্তি গড়েছেন। তবে বেশিরভাগ ফুটবলারদের তা অর্জন করতে লেগেছে বহু মৌসুম, অথচ মেসি মাত্র দুই বছরের মধ্যেই পৌঁছে গেছেন এই তালিকায়।

বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে এই রেকর্ড রয়েছে কেবল দুই জনের—জোসেফ মার্তিনেজ (আটলান্টা ইউনাইটেড) ও লিওনেল মেসি। তবে ধারনা করা হচ্ছে, খুব শিগগিরই এই তালিকায় সবার শীর্ষে চলে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির পরবর্তী লক্ষ্য এখন ১০ জুলাই, নিউ ইংল্যান্ড রেভল্যুশনের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচে আরও একটি ম্যাচসেরা পুরস্কার ছিনিয়ে এনে নিজের দশম পুরস্কার পূর্ণ করা। মায়ামিতে এসে বারবার নিজের সেরাটা প্রমাণ করে যাচ্ছেন মেসি—সেটাই প্রমাণ করছে তার প্রতিটি স্পর্শ, প্রতিটি গোল।

আরো পড়ুন