দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু পর্দায় তার জাদুকরী উপস্থিতি ও অভিনয় দক্ষতার কারণে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে তাদের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালকে। সামান্থা এরপর দীর্ঘ সময় পর্যন্ত কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে সামনে আনেননি।
তবে সাম্প্রতিক সময়ে তার প্রেমের গুঞ্জন নতুন করে উঠেছে। বলিউড-দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির একসঙ্গে সময় কাটানোর দৃশ্য ভাইরাল হচ্ছে।
কিছু দিন আগে দুবাই ভ্রমণে গিয়েছিলেন সামান্থা ও রাজ। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি একটি পুরুষের হাত ধরে রয়েছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়া, সিনেমা দেখা এবং বিমানে পাশাপাশি বসে থাকা দৃশ্যগুলোও প্রকাশ পেয়েছে। জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মিশিগান সিটিতে সামান্থার কাঁধে রাজের হাত রেখে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুরাগীরা জুটির এই সম্পর্ক দেখে খুশি হলেও এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। অনেকেই তাদের বিয়ে নিয়ে পরামর্শ দিচ্ছেন। তবে সামান্থা ও রাজ নিজেদের সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। বর্তমানে সময়ই বলবে, এই সম্পর্ক কতটা সত্য এবং ভবিষ্যতে এটি কোথায় পৌঁছাবে।