দক্ষিণ ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। যদিও এতদিন তারা কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, এবার রাশমিকার একটি মন্তব্যে যেন সে জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
গত রোববার সন্ধ্যায় দক্ষিণী সিনেমা ‘কুবারা’-এর একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশমিকা মান্দানা, অভিনেতা নাগার্জুন, ধনুষসহ পুরো টিম। সেখানে এক সাংবাদিক রাশমিকাকে প্রশ্ন করেন, “বিজয় আপনার কাছে কী?” প্রশ্ন শুনে প্রথমে থমকে যান রাশমিকা, মুহূর্তেই গালে হালকা হাসি ও লজ্জার ছাপ ফুটে ওঠে তার চেহারায়। কিছুক্ষণ পর আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “তিনি আমার সব! আমার সব কিছু নিয়ে তিনি আমারই!”
রাশমিকার এমন খোলামেলা জবাব শুনে অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাই হাততালিতে ফেটে পড়েন। পুরো বক্তব্যটি মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
বিজয়-রাশমিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল। কখনো দুজনের একসঙ্গে ভ্রমণের ছবি ছড়িয়েছে, কখনো আবার বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময়ের আভাস পাওয়া গেছে। তবে এবার তাদের বোঝাপড়ার গভীরতা দেখে ভক্তরা মনে করছেন, তারা হয়তো শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
সম্প্রতি আরও গুঞ্জন ছড়িয়েছে, বিজয়ের মা নাকি রাশমিকাকে শাড়ি উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। সব মিলিয়ে, প্রেমের গল্প পেরিয়ে বাস্তব জীবনের শুভ পরিণতির দিকেই এগোচ্ছে বিজয়-রাশমিকা জুটি—এমনটাই মনে করছেন অনুরাগীরা।