Ridge Bangla

প্রেমিকের পরিচয় প্রকাশ করলেন শ্রদ্ধা কাপুর

অনেক দিন ধরেই শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ অভিনেত্রী কখনোই বিষয়টি স্পষ্ট করেননি। মাঝে মাঝে প্রেমিকের সঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করলেও তা ছিল শুধু সূক্ষ্ম ইঙ্গিত। এবার অন্যভাবে বিষয়টি প্রকাশ করেছেন শ্রদ্ধা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি মনের মানুষ খুঁজে পেয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে শ্রদ্ধা কাপুরকে দেখা গেছে ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা লিখেছেন, “কেউ এমন একজন মানুষ খুঁজে বের করুক, যে আমার সব বায়না শুনবে।” ভিডিওতে রাহুল মোদীকে ট্যাগও করেছেন তিনি এবং ক্যাপশনে উল্লেখ করেছেন, “আচ্ছা কে বলতে পারে, সেই মানুষটা কোথায় রয়েছে!” ভিডিওটি দেখে রাহুল মোদীও লাইক দিয়েছেন।

২০২৪ সাল থেকেই শ্রদ্ধা ও রাহুল মোদীর প্রেমের গুঞ্জন চলছিল। সম্পর্কের সূত্রপাত ঘটে, তখন ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও থেকে। সেখানে শ্রদ্ধাকে দেখা যায় রাহুলের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার করতে। এরপর থেকে বলিউড মহলে তাদের সম্পর্ক নিয়ে প্রচলিত রটনা শুরু হয়।

এর আগে শ্রদ্ধার নাম জড়িয়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। তাদের সম্পর্কের সময় বের হওয়া ‘আশিকী ২’ ছবিটি সুপারহিট হয়। তবে পরবর্তীতে আদিত্যর সঙ্গে সম্পর্ক ভাঙে এবং শ্রদ্ধা নতুন অধ্যায়ে রাহুল মোদীর সঙ্গে তার প্রেমকে সামনে নিয়ে এসেছেন। এবার সে সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং ভক্ত ও মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন