বলিউডের সুপারস্টার আমির খান এবার মজেছেন গৌরি স্প্র্যাটের প্রেমে। বয়সের ১৪ বছরের ব্যবধান ও সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক বেশ মজবুত। ৬০ বছর বয়সী আমির ও ৪৬ বছরের গৌরি বলিউডে প্রেমের এক আদর্শ জুটি হিসেবে বিবেচিত হচ্ছেন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে বলিউড মহলে নানান আলোচনা রয়েছে।
সম্পর্ক আনুষ্ঠানিক করার পর তারা ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ারে হাতে হাত রেখে হাজির হন এবং ভালোবাসার প্রকাশ করেন। আমির তার ৬০তম জন্মদিনে গৌরিকে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গৌরি স্প্র্যাট একজন সফল পেশাজীবী; তিনি হেড অফ ডিজাইন হিসেবে কর্মরত এবং ৬ বছরের এক সন্তানের মা।
এবার সেই আমির ও গৌরি একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মুম্বাই বিমানবন্দরে তাদের দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে গৌরি দ্রুত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। এরপর আমিরও হাসিমুখে পাপারাজ্জিদের সামনে কিছু কথা বলেন এবং ভেতরে চলে যান। আমির পরেছিলেন প্রিন্টেড কুর্তা, ধূসর জিন্স ও জুতো। হাতে বইও ছিল তার। তাদের ঘুরতে যাওয়ার গন্তব্য এখনও জানা যায়নি, তবে বোঝা যাচ্ছে তারা একান্ত সময় কাটানোর পরিকল্পনায় রয়েছেন।
অন্যদিকে, আমিরের শহর ত্যাগ করার সময়ে তার স্ত্রী কিরণ তার লুক বদলিয়েছেন। কিরণ চুল কাটিয়ে ছোট করেছেন এবং মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে ছবি তুলেছেন, যা তার ভক্তদের ভালো লেগেছে। তিনি নিজের ঘরের আয়নার চেয়ে আবাসনের লিফটের আয়নাকে বেশ ভালো বলে উল্লেখ করে আশ্চর্য প্রকাশ করেছেন। বলিউডের এই রোমান্টিক ও পরিবর্তিত লুক নিয়ে এখন তাদের অনুরাগীদের উৎসাহের শেষ নেই।