Ridge Bangla

প্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী সহকারী শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্তঃউপজেলা (একই জেলার মধ্যে), আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) এবং আন্তঃবিভাগ বদলি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে অনলাইন বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের অফলাইন বদলি এবং সংযুক্তি কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষক বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৩ সাল থেকে অনলাইন বদলি ব্যবস্থা চালু করে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন