Ridge Bangla

প্রাথমিক বিদ্যালয়ে আসছে ১৭ হাজার শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি আগস্ট মাসের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত নিয়োগবিধিমালার খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটাসহ কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কিছু কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হবে। এতদিন যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২,৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে ২,৫৮৩ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন