Ridge Bangla

প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা দিলেন দেব

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির আগে আশীর্বাদ নিতে নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। আর সেখানেই ঘটে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তুমুল আলোচনা।

মন্দিরে পূজা দিতে গিয়ে দেবকে প্রশ্ন করা হয়, তিনি কার কার নামে পূজা দিতে চান? উত্তরে দেব প্রথমেই জানান মায়ের, বাবার ও দিদির নাম। তবে সবার শেষে উঠে আসে তার বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নাম। গোত্র জানতে চাইলে দেব মজার ছলে বলেন, “গোত্র মা জানেন।” আর এই দৃশ্যের সময় দেবের প্রাক্তন সহ-অভিনেত্রী শুভশ্রী পাশেই বসেছিলেন। তিনি হাসি চেপে রাখতে পারেননি এবং পরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে নিয়েও রসিকতা করেন। ফলে মুহূর্তটি নেটিজেনদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রাক্তনকে পাশে বসিয়ে বর্তমান প্রেমিকার নামে পূজা দেওয়ার ঘটনাকে ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল রঙিন। কেউ লিখেছেন, “বাঙালির সাহসী নায়ক দেব,” আবার কেউ বলেছেন, “এমন দৃশ্য সিনেমাতেও দেখা যায় না।”

শুধু এই ঘটনাই নয়, মন্দিরে দেব-শুভশ্রীর প্রতিটি মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। কোথাও দেখা গেছে তারা একসঙ্গে ধূপ-ধুনো দিচ্ছেন, কোথাও আবার ভিড় ঠেলে শুভশ্রীকে আগলে গাড়িতে তুলছেন দেব। এমনকি ছাদের প্রান্তে দাঁড়িয়ে দুজনকে একসঙ্গে ভক্তদের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেছে। সব মিলিয়ে, সিনেমা মুক্তির আগেই দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। ভক্তরাও বিষয়টি দারুণ উপভোগ করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন