Ridge Bangla

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় পরিবর্তন: গঠিত হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা

সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় নতুন সংযোজন আনতে যাচ্ছে। শিগগিরই ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের পাশাপাশি আরও দুটি নতুন উপজেলা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে নতুন দুটি উপজেলা গঠনের খসড়া প্রস্তাবও অনুমোদন পায়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী—
● ফরিদপুর বিভাগে থাকবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা।
● কুমিল্লা বিভাগে যুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া, কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠনের খসড়া প্রস্তাবও প্রায় চূড়ান্ত। জানা গেছে, মুরাদনগরের বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা তৈরি করা হবে। বর্তমানে মুরাদনগরে রয়েছে ২২টি ইউনিয়ন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে ফরিদপুর অঞ্চলকে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা অঞ্চলকে ‘মেঘনা বিভাগ’ করার প্রস্তাব উঠেছিল। তবে অর্থনৈতিক সংকটের কারণে তখন বিষয়টি স্থগিত রাখা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন বিভাগ গঠিত হলে স্থানীয়ভাবে প্রশাসনিক কাঠামো বাড়বে এবং নতুন পদ সৃষ্টি হবে। এর ফলে উন্নয়ন প্রকল্পের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি জনগণের খরচের চাপও বাড়তে পারে। সাবেক এক সচিবের মতে, বর্তমানে যখন প্রযুক্তির মাধ্যমে মুহূর্তে ৬৪ জেলার ডিসিদের সঙ্গে যোগাযোগ সম্ভব, তখন অতিরিক্ত বিভাগীয় প্রশাসনের প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন