কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট পরে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। এবার তিনি আবারও শিরোনামে এসেছেন, তবে একেবারে ভিন্ন কারণে। মুম্বাইয়ের এক সিনেমা হলে স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর জুতা হাতে চড়াও হন রুচি, যার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটে ২৭ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সো লং ভ্যালি’-এর একটি বিশেষ প্রদর্শনীতে। রুচি গুজ্জার একদল সমর্থক নিয়ে হলের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন, এরপর তর্কাতর্কির একপর্যায়ে তিনি প্রযোজক করণ সিং চৌহানকে জুতা দিয়ে আঘাত করতে শুরু করেন। হলজুড়ে বিস্ময়ের সৃষ্টি হয়, আর অনেকেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।
রুচির অভিযোগ, গত বছর করণ সিং চৌহান তাকে একটি হিন্দি ধারাবাহিকের সহ-প্রযোজক হিসেবে প্রস্তাব দেন। সেই প্রেক্ষিতে ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ ব্যানারে তিনি ২৫ লাখ রুপি বিনিয়োগ করেন। প্রতিশ্রুতি ছিল, ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। তবে এক বছর পার হলেও কাজ শুরু হয়নি। বরং ওই অর্থ দিয়ে চৌহান নির্মাণ করেন ‘সো লং ভ্যালি’।
রুচির দাবি, টাকা ফেরত চাইলে প্রযোজক উল্টো হুমকি দেন। তাই তিনি প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন এবং ব্যাংক লেনদেন সংক্রান্ত প্রমাণ আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন।
এই ঘটনার পর ভারতীয় বিনোদন জগতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ রুচির সাহসের প্রশংসা করছেন, কেউ আবার বলছেন আইনের পথেই এর সমাধান খোঁজা উচিত ছিল।