Ridge Bangla

প্রভা প্রশংসায় ভাসিয়ে দিলেন নাসির এবং সালমান মুক্তাদিরকে! কিন্তু কেন?

প্রভা

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা সোমবার (৭ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন এবং অভিনেতা সালমান মুক্তাদিরের প্রতি অকপট প্রশংসা প্রকাশ করেছেন।

স্ট্যাটাসে প্রভা লেখেন, “সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।”

এরপর তিনি আরও যোগ করেন, “যাক, আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক। এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।”

প্রভার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই মন্তব্যের পেছনে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতিফলন দেখছেন।

উল্লেখ্য, ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে আলোচিত হয়েছেন প্রভা। একসময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও এখন আর তাকে অভিনয়ে খুব একটা দেখা যায় না। বর্তমানে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের একটি নতুন পরিচয় গড়ে তুলেছেন এবং এই পেশায় সক্রিয়ভাবে কাজ করছেন।

আরো পড়ুন