Ridge Bangla

প্রবাসী গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংকিং সেবায় নতুন সুযোগ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর (ওবিইউ) জন্য সেবার পরিধি বাড়ানোর নির্দেশনা জারি করে।

সার্কুলারে জানানো হয়, এখন থেকে ওবিইউগুলো প্রবাসী ও বিদেশি হিসাবধারী গ্রাহকদের বিভিন্ন বাণিজ্যসংশ্লিষ্ট সেবা দিতে পারবে। এর মধ্যে রয়েছে অ্যাডভাইজিং, মূল্য আদায়, এবং পরিশোধ নিষ্পত্তির মতো ব্যাংকিং কার্যক্রম।

তবে এসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মানতে হবে। এর মধ্যে একটি হলো— ওবিইউ কোনো অবস্থাতেই গ্রাহকের পক্ষে আর্থিক দায় নিতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানি ট্রান্সফার অপারেটর, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম বা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমা দেওয়ার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে বিদেশি অপারেটরদের সঙ্গে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি করার অনুমতিও ওবিইউ পাবে।

যদি কোনো রেমিট্যান্স অন্য কোনো ওবিইউ বা ব্যাংকের গ্রাহকের পক্ষে আসে, তবে সেটি তাৎক্ষণিকভাবে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে স্থানান্তর করতে হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপের ফলে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রায় সেবা আয় বৃদ্ধি পাবে। একইসঙ্গে রেমিট্যান্স ব্যবস্থাপনাও আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

আরো পড়ুন