Ridge Bangla

প্রবাসী আয় বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ ৩৪ শতাংশ বেড়ে ১০৫ কোটি ডলার ছাড়িয়েছে

চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ৭২ কোটি ১০ লাখ ডলারের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের বছরের তুলনায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৬৩ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। এই প্রবৃদ্ধি মূলত প্রবাসীদের আয়ের উৎস সহজ করা এবং সরকারের প্রণোদনামূলক নীতির কারণে সম্ভব হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা প্রায় ৩০,২৩৯ কোটি টাকার সমান। তবে ওই সময় আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের জন্য সহজ শর্তে অর্থ প্রেরণের সুযোগ এবং সরকারের প্রণোদনা রেমিট্যান্স প্রবাহকে ইতিবাচক রেখেছে। গত অর্থবছর ২০২৪-২৫ সালে দেশে প্রবাসী আয় হয়েছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। বিশেষভাবে, ২০২৫ সালের মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সরকারের সহজ প্রেরণার নীতি ও ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণ এই প্রবণতাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে সহায়তা করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন