Ridge Bangla

প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় নিহত দুই স্বজন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার দুই স্বজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী রুবেলের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-শ-১১-৪৮২৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বাতিসা এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেলের ছোট ভাই ওসমান গণি (পিতা: জয়নাল আবেদীন, গ্রাম: পূর্ব ভুজপুর)। গুরুতর আহত হন তাদের আত্মীয় বাবুল মিয়া (পিতা: ফুল মিয়া, একই গ্রাম)। তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ সময় অ্যাম্বুলেন্সচালকও আহত হন, তবে দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে যান। মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন জানান, “দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঘটনার পর পূর্ব ভুজপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা জানান, প্রবাসী রুবেলের মরদেহ আনতে গিয়েও দুই স্বজনের মৃত্যু তাদের শোক বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন