বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৃহস্পতিবার (১০ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক, সুশাসন ও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের বিচার বিভাগকে আরও শক্তিশালী করতে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন কানাডার হাইকমিশনার।
অজিত সিং বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখছে।” তিনি আরও জানান, বিচার বিভাগের উন্নয়নে কানাডা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সময় আইনপ্রণয়নের স্বচ্ছতা, মানবাধিকারের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই দুই দেশের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।