Ridge Bangla

প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে

Dr. Muhammad Yunus

বুধবার (৯ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা লিখেন, “ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। শুল্ক বৃদ্ধি ৯০ দিনের জন্য বন্ধ রাখার জন্য আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যাব।”

চীন ছাড়া অন্য সব দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ঘোষণা করেছেন তিনি।

আরো পড়ুন