Ridge Bangla

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন ভবন-২ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ভবনটির কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই নতুন ভবন-২ পিকেএসএফের অফিস কার্যক্রমকে আরও উন্নত ও কার্যকরভাবে পরিচালনার সুযোগ করে দেবে। ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং বিভিন্ন বিভাগকে এক ছাদের নিচে এনে সমন্বিত কার্যক্রম চালানোর সুযোগ সৃষ্টি করবে। উদ্বোধনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি পিকেএসএফের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে সংক্ষিপ্ত ব্রিফিং দেন।

পিকেএসএফ দীর্ঘদিন ধরেই দেশের গ্রামীণ উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও সামাজিক ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সংস্থার কাজের প্রসার এবং আধুনিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবনের উদ্বোধনের পর কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য প্রেরণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পিকেএসএফের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সংস্থার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা আরও সম্প্রসারিত করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন