Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠকটি চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গভীর আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের প্রতিনিধিত্ব করেন, যার মধ্যে ইসলামী, বাম ও মধ্যপন্থী দলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী-বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সূত্র জানায়, বৈঠকে অংশগ্রহণকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ এবং ভবিষ্যৎ রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।

বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে বর্তমান উত্তাল প্রেক্ষাপটে বিভিন্ন মতাদর্শী দলগুলোর একটি টেবিলে বসা একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

আরো পড়ুন