রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কারণ মাত্র দু’দিন আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম শহীদ হন এবং বহু শিক্ষার্থী আহত হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে দেশজুড়ে চরম উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন সরকারিভাবে রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে তদন্তও শুরু হয়।
তবে বিমানবাহিনী প্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারি পর্যায়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান দুর্ঘটনার কারণ, ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা, বিমানবাহিনীর প্রস্তুতি এবং জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক থেকে হয়তো শিগগিরই বিমানবাহিনীর অপারেশনাল প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে।
এদিকে দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমান ও পাইলট সংক্রান্ত নানা প্রশ্নে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। অনেকেই বলছেন, জনবহুল নগর এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এখনই নতুন করে ভাবার সময় এসেছে।