বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। ফোনালাপে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রেস সচিব আরও বলেন, এই সংলাপ দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধেরই একটি প্রতিফলন। ফোনালাপে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, গণতন্ত্র এবং উন্নয়ন অগ্রযাত্রা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এমন উচ্চপর্যায়ের যোগাযোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এটি পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিকে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী নেতার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি আলোচনা বিশেষ তাৎপর্য বহন করে।
ফোনালাপ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।