Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সর্বোচ্চভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। তিনি বলেন, চিকিৎসা শিক্ষা এবং ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা উচিত। তিনি সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে বাংলাদেশ–ভুটান সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও বাণিজ্য, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সম্পর্ক সম্প্রসারণে একমত পোষণ করে।

আরো পড়ুন