Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে জাতিসংঘকে আরও উদ্যোগী হতে হবে।

অ্যান্ড্রুজ জানান, রাখাইনে স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা ও শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল স্থাপনের উদ্যোগ বিদ্বেষমূলক প্রচারণার শিকার হয়েছে, যা তাকে হতাশ করেছে। তবে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বারোপ করার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বও প্রশংসনীয়।”

সাক্ষাতে স্মরণ করিয়ে দেওয়া হয়, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনূস আশা প্রকাশ করেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে সহায়ক হবে।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন টম অ্যান্ড্রুজ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন