Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অ্যাকিম ট্রেস্টার দায়িত্বপূর্ণ চার বছর শেষে বিদায়ের প্রাক্কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার (২৫ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানিয়েছে।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূত ট্রেস্টারকে সফলভাবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “জার্মানি সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। আপনার সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে।”

জার্মান রাষ্ট্রদূত ট্রেস্টার বাংলাদেশে দায়িত্ব পালনকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “বাংলাদেশে কাজ করা ছিল আমার জন্য এক বিশেষ অভিজ্ঞতা। এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়েই বাংলাদেশ ছাড়ছি।” তিনি আরও বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিট ছিল একটি সফল উদ্যোগ। আমি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা এবং সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার সাফল্য কামনা করি।”

প্রধান উপদেষ্টা বলেন, “জার্মানি ইউরোপে আমাদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। রোহিঙ্গা সংকটে জার্মানির মানবিক সহায়তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।” তিনি রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে আরও বলেন, “আপনি আমাদের প্রকৃত বন্ধু। ভবিষ্যতেও আপনার মতামত, তা প্রশংসা হোক বা সমালোচনা, আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ মহাপরিচালক মো. মোশাররফ হোসেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন