Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় সফরের দ্বিতীয় দিনে আজ রোববার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ অন্যতম। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই এ আলোচনার প্রধান উদ্দেশ্য।

এদিকে একই দিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছান। বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় পৌঁছার পর দিনেই পাকিস্তান দূতাবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে সার্ক কার্যকর করা, আসন্ন জাতীয় নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও উঠে আসে বলে জানা গেছে। দুই দিনের এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষজ্ঞদের মতে, ইসহাক দারের এ সফর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন