Ridge Bangla

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারও পুলিশের হুঁশিয়ারি

রাজধানীর রমনা এলাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সন্নিকটে বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আবারও সতর্কতা জারি করেছে সংস্থাটি।

সোমবার (৩০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ৪৪তম বিসিএসের পদসংখ্যা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীরা রমনা পার্কের ‘অরুণ্যদয়’ গেট দিয়ে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “আন্দোলনকারীরা ১৪৪ ধারা লঙ্ঘন করেছেন, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তাদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বলা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

রাতে ডিএমপি থেকে এক বিবৃতিতে জানানো হয়, বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, যা এখনো বলবৎ রয়েছে।”

উল্লেখ্য, গত ৯ জুন জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি ঘোষণা করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

আরো পড়ুন