Ridge Bangla

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন, তার থেকে একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আশা করি এবারকার নির্বাচন উৎসবমুখর পরিবেশে একটি ভালো নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে প্রফেসর ইউনূস যে সময় উল্লেখ করেছেন, তা থেকে একদিনও পিছোবে না। তিনি প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথম দিকে। এরপর লন্ডনে আমরা জানিয়েছি, প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন হলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে পারে। আমরা এখনো সেই অবস্থানেই আছি।”

তিনি আরও বলেন, “নির্বাচন দেরি হওয়ার কোনো সুযোগ নেই। সব প্রস্তুতিই সেই সময়সীমা অনুযায়ী এগোচ্ছে।”

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “প্রতিটি নির্বাচনে কিছু না কিছু সহিংসতা হয়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সহিংসতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে, যাতে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে। জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং সবার জন্য এটি হবে উৎসবমুখর একটি দিন।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন