দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি ও উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে। এবার এই সহায়তা বিতরণ করা হবে ডিজিটাল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে।
সরকারি তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি ও উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।
নিবন্ধনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যাচাই–বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নগদ ওয়ালেটের মাধ্যমেই নির্ধারিত অর্থ প্রদান করা হবে।
নিবন্ধনের সময়সীমা:
- ষষ্ঠ ও নবম শ্রেণি (বিশেষ ক্ষেত্রে): ১৫ এপ্রিল – ৩০ এপ্রিল
- স্নাতক (পাস) ও সমমান: ১৫ এপ্রিল – ১৫ মে
নিবন্ধনের পদ্ধতি:
- স্নাতক ও সমমান পর্যায়: https://estipend.pmeat.gov.bd/#/
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক: সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত সরকারি সফটওয়্যারে তথ্য এন্ট্রি করবে
শর্ত: প্রত্যেক শিক্ষার্থীর একটি সচল নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এবং তা নিবন্ধনের সময় সংযুক্ত করতে হবে।
ভর্তি সহায়তা পরিমাণ:
- মাধ্যমিক: ৫,০০০ টাকা
- উচ্চমাধ্যমিক: ৮,০০০ টাকা
- স্নাতক ও সমমান: ১০,০০০ টাকা
এই সহায়তার মাধ্যমে সরকারের লক্ষ্য হলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ঝরে পড়া রোধ করা।