প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের শেষদিকে। মারুতি পরিচালিত এই হরর-কমেডি-রোমান্টিক ঘরানার ছবিতে প্রভাসের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিধি আগারওয়াল ও মালবিকা মোহানান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালবিকা মোহানান এই ছবিতে কাজের অভিজ্ঞতা এবং প্রভাসকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান। প্রথমবার প্রভাসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “প্রভাস স্যারের সঙ্গে সেটে প্রথম দেখা হয়েছিল, যা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য একটি ছবির শুটিং শেষে ক্লান্ত শরীরে হায়দরাবাদে ফিরেছিলাম। ঘুমও ঠিকমতো হয়নি। কিন্তু তাকে প্রথম দেখেই সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রভাস স্যার খুব প্রাণবন্ত, বন্ধুবৎসল ও আকর্ষণীয় একজন মানুষ।”
মালবিকা আরও বলেন, “আমাদের মধ্যে অনেকক্ষণ গল্প হয়েছিল। তার আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।” ‘দ্য রাজা সাব’ দিয়েই প্রথমবার তেলেগু চলচ্চিত্রে কাজ করছেন তিনি। পরিচালকের ভূয়সী প্রশংসা করে বলেন, “মারুতি স্যার চরিত্রটি দারুণভাবে লিখেছেন। এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।”
এর আগে চিয়ান বিক্রমের বিপরীতে ‘তাঙ্গালান’ ছবিতে এক গ্ল্যামারহীন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “তাঙ্গালান আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছিল। তবে এখন গ্ল্যামার দিকটা তুলে ধরার সময় এসেছে। ‘দ্য রাজা সাব’-এ সেই সুযোগ হয়েছে।”
বর্তমানে ‘সরদার ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত মালবিকা, যেখানে তার সহ-অভিনেতা কার্থি। এই ছবিতে তিনি অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন এবং একটি গম্ভীর চরিত্রে অভিনয় করছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমি সবসময় এমন ছবি বেছে নিতে চাই যেখানে সৃজনশীল বৈচিত্র্য থাকবে।”
এছাড়া মালবিকা সম্প্রতি কাজ করেছেন মালয়ালম সুপারস্টার মোহনলালের সঙ্গে ‘হৃদয়াপুরভম’ ছবিতে। মজার ছলে জানান, “তাকে আমি আদর করে ডাকতাম ‘পুকি লাল’।”