Ridge Bangla

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জয়ের খরা যেন কোনোভাবেই কাটছে না। বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেছে টাইগাররা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা ষষ্ঠ হার।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ফলে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে। মারমুখী ব্যাটিংয়ে ইমন ২২ বলে ৩৮ রান করেন (৫টি চার, ১টি ছয়)। তবে অপরপ্রান্তে ধীরগতির ইনিংস খেলেন তামিম ইকবাল, করেন ১৭ বলে ১৬ রান।

মিরাজ ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন ১৯তম ওভারে, আর শেষদিকে ঝড় তোলেন শামীম পাটোয়ারী—৫ বলে দুটি ছক্কায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিনা উইকেটে তোলে ৫০ রান। এরপর কুশাল মেন্ডিস ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

বাংলাদেশের বোলিং ইউনিট ছিল অনুজ্জ্বল; রানের লাগাম টানতে ব্যর্থ হয়েছে তারা। ব্যাটিংয়েও বড় জুটি গড়তে পারেনি টাইগাররা, যার ফলে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাকফুটে চলে গেল দলটি।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ জুলাই, একই ভেন্যুতে। সেটিই হবে সিরিজে ফিরে আসার জন্য বাংলাদেশের শেষ সুযোগ।

আরো পড়ুন