বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ অভিনয়ে ব্যস্ত ও সফল সময় পার করছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি সিতারে জমিন পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে। এই ছবিতে প্রথমবার আমির খানের বিপরীতে দেখা গেছে তাকে। এবার আরও একটি নতুন ও আকর্ষণীয় জুটিতে চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।
প্রথমবারের মতো ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। তাদের আসন্ন সিনেমার নাম গানমাস্টার জি ৯। সম্প্রতি একটি মোশন ভিডিওর মাধ্যমে সিনেমাটির টাইটেল ঘোষণা করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধীরে ধীরে এক হাত দুধের বালতি থেকে বন্দুক বের করছে। সেই সঙ্গে শোনা যায় ইমরান হাশমির কণ্ঠে সংলাপ— “তুমি যদি আমার সঙ্গে ঝামেলা করো, তাতে অসুবিধা নেই; কিন্তু আমার পরিবারকে আঘাত করলে মনে রেখো—আমি যেমন দুধের ব্যবসা করি, তেমন বারুদেরও ব্যবসা করি।”
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে জেনেলিয়া ক্যাপশনে লেখেন, “পছন্দ আপনার।”
ছবিটির সংগীত পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া, যিনি প্রায় দুই দশক পর কোনো চলচ্চিত্রে সংগীত পরিচালনায় ফিরছেন। বিষয়টি দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।
সিনেমাটির নাম নেওয়া হয়েছে ১৯৭৯ সালের মিঠুন চক্রবর্তী অভিনীত সুরক্ষা ছবির চরিত্র ‘গানমাস্টার জি ৯’ থেকে। এটি পরিচালনা করছেন কমান্ডো ও টেবিল নম্বর ২১ খ্যাত আদিত্য দত্ত। এতে জেনেলিয়া ও ইমরান ছাড়াও অভিনয় করেছেন অপরশক্তি খুরানা। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে।
এদিকে, জেনেলিয়ার আরেক নতুন ছবি জুনিয়র মুক্তি পাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ, যেখানে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন।