পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তান দলে ডাক পাননি। বাবর আজমের মতো তাকেও রাখা হয়নি, ফলে তিনি এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ খেলতে চলেছেন। এই লিগের বাকি সময়ের জন্য সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস দলে যোগ দিয়েছেন রিজওয়ান। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজওয়ানের দলে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে। সিপিএলের মাঝপথে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান জাতীয় দলে যোগ দিতে যাওয়া ফজলহক ফারুকির বদলে দলে ঢুকেছেন রিজওয়ান।
আগামী ২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে রিজওয়ান খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে এরই মধ্যে আছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। পাশাপাশি এবারের আসরে খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইর্শাদও। এই চুক্তির ফলে কেন্দ্রীয় চুক্তিভুক্ত পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নির্ধারিত ১২ মাসে সর্বোচ্চ দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলার সুযোগ পূর্ণ করলেন রিজওয়ান। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।
রিজওয়ানের দল প্যাট্রিয়টস এ মৌসুমে ভালো শুরু করলেও পরপর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে। দলটি এর আগে ২০১৭ ও ২০২১ সালে সিপিএল শিরোপা জিতেছিল। বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা।