Ridge Bangla

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ব্যান্ডটির ম্যানেজার এহসানুল হক টিটো নিশ্চিত করেছেন, আসন্ন নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি শহরে কনসার্ট করবে তারা।

নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড় শহরগুলোতে এই পারফরম্যান্স হবে। এ সফরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস। পুরো সময়সূচি ও ভেন্যুর তথ্য ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে শিগগিরই জানানো হবে।

টিটো জানান, “অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। কিন্তু সুমন ভাইয়ের শারীরিক সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। এখন তিনি অনেকটা ভালো আছেন, তাই আমরা আবার কনসার্টে নিয়মিত হচ্ছি। প্রবাসী ভক্তদের জন্য এটা বড় এক খবর।”

অর্থহীনের ভোকাল ও বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত, ২০১২ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছেন। এর মধ্যে ২০টির বেশি অস্ত্রোপচার হলেও সংগীত ছাড়েননি তিনি। এখন কিছুটা সুস্থবোধ করায় আবার কনসার্টে অংশ নিচ্ছেন।

২০২২ সালে অর্থহীন প্রকাশ করে অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’, এবং খুব শিগগিরই আসছে ‘ফিনিক্সের ডায়েরি ২’।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন