পরপর ব্যর্থতার ধাক্কা সামলে নতুন করে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নিথিন। বড় বাজেটের ক্রীড়া-ভিত্তিক নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন। পরিচালক বিক্রম কে. কুমারের পরিচালনায় নির্মিতব্য এই ছবির সম্ভাব্য শিরোনাম ‘স্বরি’। এতে নিথিনকে দেখা যাবে একজন ঘোড়া চালকের চরিত্রে, যা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিনেত্রী পূজা হেগড়ে ছবিটির নায়িকা হিসেবে প্রায় চূড়ান্ত। যদি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়, তবে এটি হবে নিথিন ও পূজার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধা। পাশাপাশি, নিথিন ও বিক্রম কুমারের এটি হবে দ্বিতীয় সহযোগিতা।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ইশক নিথিনের ক্যারিয়ারের জন্য বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। দীর্ঘ সময় পর এমন একটি বড় বাজেটের ছবিতে সুযোগ পাওয়া তার জন্য যেন দ্বিতীয়বারের মতো সাফল্যের দরজা খুলে দিতে পারে।
‘স্বরি’ ছবির কাহিনিতে ক্রীড়া, রোমাঞ্চ ও ঘোড়া চালানোর অনন্য উপাদান থাকবে। বিক্রম কুমারের নির্মাণশৈলী এবং নিথিন-পূজার নতুন জুটি মিলিয়ে ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘স্বরি’ সঠিকভাবে নির্মিত হলে এটি নিথিনের জন্য হতে পারে বড় প্রত্যাবর্তন। ভক্তরা আশা করছেন, এই ছবিটি ফিরিয়ে আনবে সেই পুরনো ইশক–এর সাফল্যের জাদু।