চলতি বছরের ২ ডিসেম্বর শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০ লিগ। জমকালো এই টুর্নামেন্টটির তৃতীয় আসর বসবে এবার। টুর্নামেন্টটির তৃতীয় আসরে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
এবারের আসরের ডুবাই ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে মুস্তাফিজকে। লুক উডের জায়গায় দলটি বাংলাদেশের তারকা পেসারকে কিনেছে। এছাড়া দুবাই ক্যাপিটালসের পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে যোগ দেবেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। আছেন আফগানিস্তানের গুলবাদিন নাঈবও।
উল্লেখ্য, আইএল টি-২০’র গত আসরে দুবাই ক্যাপিটালসের দলে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে এবারও ধরে রেখেছে দলটি। এতে করে বাংলাদেশের দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০ লিগে খেলবেন।