ফুটবল যদি হয় কোনো রূপকথা, তাহলে তার প্রধান চরিত্র নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ। ইতিহাস আর জয়ের চেতনায় ভরপুর এই ক্লাব বারবার প্রমাণ করেছে- হার মানা তাদের অভিধানে নেই।
বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে কোপা ডেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এমনই এক রূপকথার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকলেও শেষ বাঁশি বাজার আগেই খেলায় ফিরলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথমার্ধেই রিয়াল সোসিয়েদাদের পক্ষে ১৬ মিনিটে গোল করেন বারেনেক্সিয়া। ৩০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে রিয়ালকে সমতায় ফেরান তরুণ ব্রাজিলিয়ান এন্ড্রিক। তবে ৭০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রিয়ালের ডিফেন্ডার দাভিদ আলাবা। এরপর ৮০ মিনিটে সোসিয়েদাদ তারকা ওয়ারজাবাল গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।
সব শেষ মনে হচ্ছিল এখানেই। কিন্তু রিয়াল মাদ্রিদ তো ফিরে আসার জন্যই বিখ্যাত। ৮২ মিনিটে জুড বেলিংহাম ও ৮৬ মিনিটে চুয়ামেনি পরপর দুটি গোল করে স্কোরলাইন করে ফেলেন ৩-৩। কিন্তু যোগ করা সময়ের ৩য় মিনিটে আবারও ওয়ারজাবালের দুর্দান্ত এক গোল রিয়ালকে ঠেলে দেয় অতিরিক্ত ৩০ মিনিটে। দ্বিতীয় লেগের এই ড্রয়ের পর দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৪-৪।
প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ী থাকায় শুধু ড্র নয়, জয়ের বিকল্প কিছুই ছিল না রিয়ালের সামনে। অতিরিক্ত সময় শুরু হতেই পরিচিত রূপে হাজির হয় তারা। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সোসিয়েদাদের রক্ষণভাগ।
অবশেষে ২৪তম মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন রুডিগার। জালের পথ খুঁজে পাওয়া সেই হেডে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের ফাইনালের টিকিট। ফুটবল মাঠে আবারও প্রমাণিত হলো- রিয়াল মাদ্রিদ মানেই ফিরে আসার এক বিস্ময়কর গল্প!