Ridge Bangla

প্রতীক বেছে নিতে এনসিপিকে নির্বাচন কমিশনের চিঠি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলীয় প্রতীক চূড়ান্ত করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক নির্বাচন করে লিখিতভাবে জানাতে হবে।

এনসিপির পক্ষ থেকে যে তিনটি প্রতীক চাওয়া হয়েছিল—শাপলা, কলম ও মোবাইল—তার মধ্যে শাপলা প্রতীক বরাদ্দযোগ্য তালিকায় না থাকায় এটি দেওয়া সম্ভব নয়। ফলে দলটিকে তালিকায় থাকা অন্য কোনো প্রতীক বেছে নিতে বলা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী শুধুমাত্র কমিশনের নির্ধারিত তালিকায় থাকা প্রতীকগুলোই বরাদ্দ করা যাবে। তাই শাপলার পরিবর্তে কলম, মোবাইল ফোন অথবা অন্য কোনো প্রতীক গ্রহণের সুযোগ রয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০বি(১)(খ) ধারা অনুযায়ী একবার কোনো দলকে প্রতীক বরাদ্দ করা হলে সেটি তাদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ভবিষ্যতে চাইলে দলটি নতুন প্রতীক গ্রহণ করতে পারবে। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় ৫০টি প্রতীক রয়েছে। এগুলোর মধ্যে আছে—আলমারি, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার ও মোবাইল ফোন।

ইসির কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক নির্বাচন করে জমা না দিলে পরবর্তী প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন