ভারতের প্রসিদ্ধ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার তদন্ত চলবে এবং মিঠুনকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না।
এই অভিযোগ করেছেন মিঠুনের প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তার স্ত্রী। অভিযোগ অনুযায়ী, ঘর সাজানোর কাজে মিঠুন ও এক ঠিকাদারের কাছে অতিরিক্ত টাকা প্রদান করা হয়। পরে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। অভিযোগে বলা হয়েছে, সুমন দম্পতি মিঠুনের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা পেয়েছেন।
অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার সময় সুমনের স্ত্রীকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। পরে তারা চিৎপুর থানায় মামলা দায়ের করেন। মিঠুন চক্রবর্তী মামলাটি খারিজের আবেদন করে হাইকোর্টে যান, তবে আদালত আবেদন প্রত্যাখ্যান করে তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন।
ঘটনাটি মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি করেছে। মামলাটি তদন্তাধীন থাকায় তার বিরুদ্ধে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তাকে আপাতত গ্রেপ্তার করা হবে না, তিনি তদন্তে সহযোগিতা করতে বাধ্য থাকবেন। এ বিষয়ে মিঠুনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।