বর্তমানে ছুটি কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইউরোপের রোমান্টিক শহর প্যারিসে এই ছুটি তার জন্য যেন হয়ে উঠেছে জীবনের এক রঙিন অধ্যায়। সাম্প্রতিক ব্যস্ত শিডিউলের পর পাওয়া এই অবকাশকে তিনি উপভোগ করছেন পরিপূর্ণভাবে।
ভ্রমণে মেহজাবীনের সঙ্গী স্বামী ও নির্মাতা আদনান আল রাজিব। কান চলচ্চিত্র উৎসবেও এই জুটিকে একসঙ্গে দেখা গেছে, যেখানে আদনান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। প্যারিসের রাস্তায় কখনো একা, কখনো স্বামীর সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন মেহজাবীন, আর সেই মুহূর্তগুলো ধরা পড়ছে তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে।
সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার পরনে ছিল আকাশি রঙের পোশাক, এবং ব্যাকড্রপ ছিল ঐতিহ্যবাহী ‘ক্যাফে ব্রাসেরি’। ক্যাপশনে তিনি লিখেছেন, “ব্লু-টিফুল”—যেখানে একটি শব্দেই ফুটে উঠেছে তার সৌন্দর্য ও অনুভূতি। পাশাপাশি ‘কফি ডেট ইন প্যারিস’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে তাকে কফি উপভোগ করতে, রেস্টুরেন্টে সময় কাটাতে ও রোমান্টিক পরিবেশে হাঁটতে।
এই পোস্টগুলোতে মেহজাবীনের ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যঘর ভরে গেছে ভালোবাসা, প্রশংসা আর শুভেচ্ছায়।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় সফলভাবে কাজ করছেন মেহজাবীন। এখন তিনি বড় পর্দায়ও নিয়মিত হচ্ছেন, এবং তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবেও জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ১৩ বছরের প্রেম শেষে আদনান আল রাজিবকে বিয়ে করে দাম্পত্যজীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন এই জনপ্রিয় জুটি।