রাজধানীর যাত্রাবাড়ীতে পোষা বিড়াল ধরতে গিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আদিব আদনান (১২), সে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, আদিবের পোষা বিড়ালটি ছাদে উঠে গেলে সে সেটিকে ধরতে ছাদে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিবের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায় হলেও পরিবারটি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়েছে।