ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোক্রভস্ক শহরের প্রতিরক্ষা এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার এবং শহরটি ধরে রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শনিবার (১ নভেম্বর) ডনবাসের এই শহরে রুশ আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর কৌশলগত অবস্থান নিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।
কিয়েভ মিলিটারি ইন্টেলিজেন্স ও আক্রমণাত্মক বিশেষ বাহিনীর ইউনিটগুলোকে সাধারণ ইনফ্যান্ট্রির মতো ব্যবহার করে সাপ্লাই ও যোগাযোগ রক্ষায় মোতায়েন করা হয়েছে। স্থানীয় সামরিক সূত্র বলছে, পোক্রভস্ক রক্ষায় সেনাবাহিনীর টহল ও কনভয় রক্ষা করা হচ্ছে যাতে সরবরাহ জারি থাকে এবং শহর ঘিরে ফেলার চেষ্টা প্রতিহত করা যায়। ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স প্রধান কিরিলো বদানভ নিজে ওই এলাকায় তৎপর রয়েছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।
মস্কো দাবি করেছে কিয়েভকে দোনবাস ছাড়তে হবে। তবে কিয়েভ এর শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সামরিকভাবে ও কূটনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি পোক্রভস্ক রাশিয়ার হস্তগত হয় তবে তা রুশ কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং পশ্চিমা সহায়তা কমাতে প্রভাব ফেলতে পারে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “পোক্রভস্ক আমাদের অগ্রাধিকার। আঘাতকারীরা যেখানে পৌঁছেছে আমরা সেখানেই তাদের থামাবো এবং তাদের ধ্বংস করব।”