Ridge Bangla

পেরির পর এবার ডুয়া লিপার কনসার্টে হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। অভিনয়ের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে অবকাশযাপন করছেন তিনি, আর সেই সময়ের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি জানা গেছে, হিমি ব্রিটিশ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপার কনসার্ট উপভোগ করেছেন।

ডুয়া লিপা তার ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুরের অংশ হিসেবে কানাডায় ১ ও ২ সেপ্টেম্বর দুটি শো করেন। হিমি টরন্টোর স্কশিয়াব্যাংক অ্যারেনায় উপস্থিত হয়ে উভয় শো দেখতে যান। কনসার্টের ঝলমলে মুহূর্তের ছবি হিমি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন, যেখানে তার উচ্ছ্বাস এবং কনসার্টের রোমাঞ্চ স্পষ্ট।

এর আগেও হিমি বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির ‘লাইফটাইম’ ট্যুর কনসার্টে উপস্থিত ছিলেন। ৬ আগস্ট সে সময়ের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি তার ভাইয়ের সঙ্গে মজার মেজাজে কনসার্ট উপভোগ করছেন।

অভিনয়ের পাশাপাশি হিমি সবসময় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে থাকেন। কানাডা সফরে তার এই ভ্রমণও সেই ধারাবাহিকতার অংশ। হিমি একের পর এক মনোমুগ্ধকর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করছেন।

ভক্তরা হিমির এই আন্তর্জাতিক কনসার্টের মুহূর্তগুলো দেখে উচ্ছ্বসিত, আর তার সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট তার জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে। অভিনেত্রীর এই ভ্রমণ ও বিনোদনপ্রীতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন