রাজধানী ঢাকায় পৃথক তিনটি ঘটনায় সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিন যুবক। এসব ঘটনা ঘটেছে খিলগাঁও, পল্লবী ও কামরাঙ্গীরচর এলাকায়। নিহতরা হলেন—খিলগাঁওয়ের মো. সাগর (২২), পল্লবীর মো. রিফাত (২২) এবং কামরাঙ্গীরচরের মো. রকি (৩১)।
খিলগাঁওয়ে জমি বিরোধে সাগরের মৃত্যু
খিলগাঁওয়ের আমির আলীর ছেলে মো. সাগর জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, আলিমউদ্দিন নামে একজন নিজ জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ বাধে। এ নিয়ে সংঘর্ষে জড়ালে সাগর মারাত্মকভাবে আহত হন। রবিবার (২৩ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানা ঘটনাটি তদন্ত করছে।
পল্লবীতে ছুরিকাঘাতে রিফাত নিহত
এক তরুণীকে কেন্দ্র করে পূর্ব উত্তেজনার জেরে পল্লবীর ১১ নম্বর সেকশনে রোববার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত হন মো. রিফাত। পল্লবী থানার ওসি শফিউল আলম জানিয়েছেন, ঘটনার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
কামরাঙ্গীরচরে রকিকে কুপিয়ে হত্যা
একই রাতে কামরাঙ্গীরচরে মো. রকি ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রকির সঙ্গে এলাকার কিছু ব্যক্তির পুরোনো শত্রুতা ছিল। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মুসা জানান, এখনো মামলা হয়নি, তবে হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
এই তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।