লাওসে অনুষ্ঠিত এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) রাজধানী ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের মেয়েরা প্রতিপক্ষকে ৮-০ গোলে বিধ্বস্ত করে।
ম্যাচে তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। এছাড়া শিখা, অলিম্পিক, নবিরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার প্রত্যেকে একটি করে গোল যোগ করেন। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
আন্তর্জাতিক মঞ্চে নারী ফুটবলে এই ধারাবাহিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার (১০ আগস্ট) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, যা নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল ও সেরা তিনটি রানার্স-আপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।