Ridge Bangla

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় রেহানা-হাসিনা-টিউলিপের কারাদণ্ড

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, তার বোন শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড ও একই অর্থদণ্ড দেওয়া হয়েছে। রেহানার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়েছে ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা।

একই মামলায় আরও ১৪ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা।

গত ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ১৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। পরবর্তীতে তদন্ত শেষে ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, সচিব, রাজউকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১৬ জন রয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন