পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক তিন মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।
এর আগে গত ১১ আগস্ট একই অভিযোগের অপর মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
দুদকের দায়েরকৃত প্লট দুর্নীতির মোট ছয় মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্যসহ মোট ২৩ জন অভিযুক্ত। বাকিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
দুদকের অভিযোগ, ঢাকায় বাড়ি-জমি-গাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট নেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। এ কাজে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গসহ অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১০ মার্চ ছয় মামলার অভিযোগপত্রের অনুমোদন দেয় সংস্থাটি। মামলাগুলোর বিচার চলছে ঢাকার দুই বিশেষ জজ আদালতে।