ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবার হাজির হচ্ছেন নতুন এক ভূমিকায়। দীর্ঘদিন রুপালি পর্দায় অভিনয়ের পর এবার তাকে দেখা যাচ্ছে জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র অষ্টম সিজনে বিচারকের আসনে। তার সঙ্গে রয়েছেন আরও দুই বিচারক— নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা।
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অডিশন পর্ব শেষে নির্বাচিত ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলছে স্টুডিও রাউন্ড। এখানে রান্নার স্বাদ ও গুণগত মান ছাড়াও বিচার করা হচ্ছে পরিবেশনা, উপস্থাপনা, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্বের গুণাবলি, খাদ্য ব্যবসা পরিচালনার সক্ষমতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।
এই রিয়েলিটি শোর চূড়ান্ত বিজয়ী পেতে পারেন ১৫ লাখ টাকার নগদ পুরস্কার। প্রথম রানারআপের জন্য থাকছে ১০ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করছেন অজয় পোদ্দার। পূর্ণিমাসহ তারকা বিচারকদের উপস্থিতিতে ‘সেরা রাঁধুনী’র নতুন মৌসুম আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।