Ridge Bangla

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই লকার জব্দ করা হয়।

এনবিআর সূত্র জানিয়েছে, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের ১২৮ নম্বর লকারটি শেখ হাসিনার নামে। ধারণা করা হচ্ছে এই লকারের ভেতরে স্বর্ণালংকারসহ নথিপত্রও থাকতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

ওই একই শাখায় শেখ হাসিনার নামে দুটি ব্যাংক হিসাবও শনাক্ত করেছে কর গোয়েন্দারা। একটি হিসাবে প্রায় ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। মোট ৫৬ লাখ টাকার এই দুই হিসাবও জব্দ করা হয়েছে এবং এখান থেকে কোনো অর্থ উত্তোলন আপাতত নিষিদ্ধ করা হয়েছে।

এনবিআরের গোয়েন্দা সেলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৃহত্তর তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর ফাঁকি ও সম্পদের উৎস অনুসন্ধানের স্বার্থে এই লকার ও হিসাব জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে এবং পালিয়ে দেশত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকিসহ নানা দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। সেসব তদন্তের ধারাবাহিকতায়ই পূবালী ব্যাংকের এই লকার ও ব্যাংক হিসাব জব্দ করা হলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন