Ridge Bangla

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে একই পদমর্যাদার একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বদলি করে বিপিএ সারদায় পাঠানো হয়েছে। রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‍্যাবে পাঠানো হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। একইভাবে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপারনিউমারারি এসপি) হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি এসপি) পিটিসি টাঙ্গাইলে এবং বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ারকে (সুপারনিউমারারি এসপি) ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনের তালিকায় থাকা পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি ও পদায়নের এ নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন