Ridge Bangla

পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবির প্রতিবেদন

গণঅভ্যুত্থানের পরবর্তী এক বছরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে গত ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে ১১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৬১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই তথ্য জানায়। ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতনের এক বছর’ শীর্ষক ওই পর্যবেক্ষণ প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়।

টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, গণআন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর হামলা, হত্যার পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন থানায় ১৬০২টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ৬৩৮টি মামলা সরাসরি হত্যাকাণ্ড সংশ্লিষ্ট।

তিনি আরও জানান, এসব মামলায় সাবেক সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যসহ প্রায় ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী, এসব মামলার প্রায় ৭০ শতাংশে তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে এবং ৬০ থেকে ৭০টি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন