বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদমর্যাদার মোট ৭৬ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলির তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের নাম ও নতুন কর্মস্থলের তালিকা সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব হস্তান্তরের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে এই রদবদল করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের পদায়ন ও বদলি করা হয়ে থাকে।
এদিকে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এ ব্যাপক রদবদল করা হয়েছে। বদলির ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলায় নতুন পুলিশ সুপার যোগ দেবেন এবং একাধিক রেঞ্জে নতুন ডিআইজি দায়িত্ব নেবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।